গুজব-অপপ্রচার সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ২০:০৮
সরকার-রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার ও গুজবের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো নির্দেশনাটি বাতিল হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি থেকে নির্দেশনাটি জারির পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে তা বাতিলের সিদ্ধান্ত এল।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে অধিদপ্তরের মনিটরিং ও ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মোহা. আবেদ নোমানী গণমাধ্যমকে বলেন, জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো ওই নির্দেশনাটি বাতিল হচ্ছে। শিগগিরই আমরা ওই স্মারকের নির্দেশনা বাতিল করে অফিস আদেশ জারি করব।
গত ২ জানুয়ারি এই কর্মকর্তার স্বাক্ষরে জারি করা নির্দেশনাটি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছিল। এতে বলা হয়েছিল, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায়।
এ ধরনের কোনো ঘটনা ঘটলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছিল ওই নির্দেশনায়।
গত সোমবার নির্দেশনাটি প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
মাউশি থেকে এ-সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে ৬৪ জেলার জেলা শিক্ষা কর্মকর্তাকে (ডিইও) পাঠানো হয়।
বাংলাদেশ জার্নাল/এমপি